• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

সারা দেশ

আদমদীঘিতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন

  • ''
  • প্রকাশিত ১৭ এপ্রিল ২০২৪

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও আওয়ামীলীগের উদ্যোগে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল বুধবার (১৭ এপ্রিল) বেলা ১১ টায় আদমদীঘি সদর আওয়ামীলীগ অফিসের জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিত্বে মাল্যদান শেষে দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া বেলা সাড়ে ১২ টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা সভাকক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারির সঞ্চলনায় সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) ফিরোজ হোসেন, সিনিয়র মৎস্য অফিসার সুজয় পাল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু রেজা খান, সাংবাদিক খায়রুল ইসলাম, রবিউল ইসলাম, এম.আর, সাগর আহম্মেদ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads